• প্যারেডের সেকাল-একাল ধরা দিল গুগুলের ডুডলে
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  আজ ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিনেই ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনল গুগুল। এই দিনের সবচেয়ে আকর্ষণের বিষয় হল প্যারেড। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেজ হয়ে চলেছে। সময়ের বদলের সঙ্গে বাক্স টিভি থেকে এলইডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখছেন সকলেই। এই বদলে যাওয়া বিষয়টিকেই ডুডলে তুলে এনেছে গুগুল। সাদা কালো টিভির যুব থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন। সবটাই জায়গা পেয়েছে বিশেষ এই ডুডলে। শিল্পী বৃন্দা জাভেরির সৃষ্টিকেই তুলে ধরল গুগুল। গত বছরেও এই দিনে বিশেষ ডুডল সামনে এনেছিল গুগুল। সেবার গুজরাটের শিল্পী পার্থ কোঠেকার বিশেষ কাগজ কেটে তৈরি করেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মুহূর্ত। 
  • Link to this news (আজকাল)