• ‌‌প্রজাতন্ত্র দিবসে সামান্য কমল তাপমাত্রা
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রজাতন্ত্র দিবসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমল। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.‌৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার যা ছিল ১৪.‌৪ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত কয়েক দিন আবহাওয়া এরকমই থাকবে। তবে ৩০ জানুয়ারির পর থেকে ফের মেঘলা আকাশ দেখা দিতে পারে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশার দাপট ছিল। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া ফের দাপট দেখাতে শুরু করতেই তাপমাত্রা কমেছে। এদিকে, দার্জিলিঙের পার্বত্য এলাকায় শনিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)