অনুষ্টুপের দুরন্ত সেঞ্চুরি, অসাধারণ মনোজও, অসমের বিরুদ্ধে দুরন্ত বাংলা
২৪ ঘন্টা | ২৬ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফির চতুর্থ ম্য়াচ খেলতে নেমেছে বাংলা (Assam Vs Bengal, Ranji Trophy 2024)। শুক্রবার প্রথম দিনের খেলা হয়ে গেল বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। 'ক্রাইসিস ম্য়ান' অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরিতে বাংলা তুলল ৪ উইকেটে ২৪২ রান। এদিন রিয়ান পরাগের দল টস জিতে মনোজ তিওয়ারিদের ব্য়াট করতে পাঠিয়ে ছিলেন। ব্য়াট করতে নেমে বাংলা রীতিমতো ব্য়াকফুটে চলে গিয়েছিল। ২০ ওভারের মধ্য়ে মাত্র ৫৭ রানে চলে যায় দলের চার উইকেট। দুই ওপেনার সৌরভ পাল (১২) ও শ্রেয়াংশ ঘোষের (১৩) মতোই তিনে নামা মহম্মদ কাইফ (২) ও চারে নামা সুদীপ ঘরামি (১০) ফিরে যান।এমন অবস্থায় যে ক্রিকেটার বাংলার হয়ে বারবার বৈতরণী পার করান, সেই অনুষ্টুপই উত্তীর্ণ হলেন ত্রাতার ভূমিকায়। তাঁকে দুরন্ত সঙ্গ দিলেন মন্ত্রী মনোজও। পঞ্চম উইকেট পার্টনারশিপে ১৮৫ রান যোগ করেন তাঁরা। ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা দারুণ ভাবে করলেন দুই বঙ্গযোদ্ধা। দিনের শেষে অনুষ্টুপ ১৯৭ বলে ১২০ রানে (১৬টি চার) অপরাজিত আছেন। মনোজ ব্য়াট করছেন ১৮২ বলে ৬৮ রানে (৭টি চার)। অসমের হয়ে মুখতার হোসেন দু'টি, রিয়ান পরাগ একটি ও ধরানি রাভা নিলেন একটি করে উইকেট। দ্বিতীয় দিনে চোখ থাকবে অনুষ্টুপ-মনোজের ব্য়াটের দিকেই। বাংলার লক্ষ্য় থাকবে প্রথম ইনিংসে লিড নেওয়ার।রঞ্জি অভিযানের শুরুতেই হোঁচট খেতে হয়েছিল বাংলাকে! বিশাখাপত্তনমে মনোজ তিওয়ারি অ্যান্ড কোংয়ের ঝুলিতে এসেছিল মাত্র এক পয়েন্ট। অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করেছিল বাংলা। দ্বিতীয় ম্য়াচে বাংলা মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশের। তবে অন্ধ্রের বিরুদ্ধে যেটা করতে লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা ব্য়র্থ হয়েছিলেন, সেটাই উত্তরপ্রদেশের বিরুদ্ধে তাঁরা করেছিলেন। অর্থাৎ প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ড্র করেও পকেটে এসেছিল তিন পয়েন্ট। তৃতীয় ম্য়াচে বাংলা খেলেছিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ড্র করে আসে এক পয়েন্ট।জীবনের শেষ রঞ্জিতে অধিনায়কত্ব করছেন মনোজ। চাইবেন মধুরেণ সমাপয়েৎ করতেই। গতবছর তীরে এসেও তরী ডুবেছিল বাংলা ব্রিগেডের। মনোজের টিম ফাইনালে উঠেছিল। কিন্তু সৌরাষ্ট্রের কাছে নয় উইকেটে হারতে হয়েছিল বাংলাকে। ৩৩ বছরের খরা কাটিয়ে ভারতসেরা হওয়া যায়নি।