• Shubman Gill: টুকটুক ব্যাটিংয়ে ফের আউট গিল! বিষাক্ত সমালোচনায় ছিঁড়ে খেলেন সানি-কুম্বলেরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
  • India vs England 1st test at Hyderabad:

    সীমিত ওভারের ক্রিকেটে তিনি ধারাবাহিক। তবে টেস্টে এসেই খেই হারিয়ে ফেলছেন শুভমান গিল। বিদেশের মাঠে ব্যর্থ হওয়ার ধাক্কা এবার ঘরের মাঠেও। হায়দরাবাদ টেস্টও সুখবর বয়ে আনতে পারল না গিলের জন্য। গতকাল যশস্বীর সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। শুক্রবার গিল নিজের ইনিংস বেশিদূর টানতে পারলেন না। ৬৬ বলে ২৬ করে ফিরলেন ক্রিজে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)