Anupam Roy: হরিদ্বারে বাবামায়ের অন্ধবিশ্বাসে বলি এক শিশু, মুক্তি-যুক্তির ভিড়ে মর্মাহত অনুপম রায়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
Anupam Roy on Haridwar death:
হরিদ্বারে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বলি বছর সাতের এক শিশু
Haridwar Child Death )। বাবা মায়ের ভয়ঙ্কর ক্রিয়াকলাপের জেরে প্রাণ গেল তাঁর। ঘটনা ঘিরে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ এই বিজ্ঞানের সমাজে দাঁড়িয়ে এসব কান্ড করতে পারেন যেন ভাবতেও পারা অসম্ভব।