• অখিলেশ যাদব...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল নীতীশ কুমারের। এমনটাই মত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। জল্পনা শুরু হয়েছে, ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ কিংবা আরও ভালভাবে বললে পদ্ম শিবিরে ফিরতে চলেছেন নীতীশ। সূত্রের খবর, রবিবারই বিহারে শপথ নিতে পারে বিজেপি–জেডিইউ সরকার। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। প্রসঙ্গত, এর আগে নীতীশ চারবার এনডিএ–তে ঢুকেছেন এবং বেরিয়েছেন। ফের এবার ঢুকছেন। সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। ফের রবিবার নেবেন নতুন করে শপথ। সঙ্গে থাকতে পারেন বিজেপির তরফে দেওয়া দুই ডেপুটি। তার একজন হতে চলেছেন সুশীল মোদি। জল্পনার পরেই এই মন্তব্য করেছেন অখিলেশ যাদব।
  • Link to this news (আজকাল)