• ইন্দিরা গান্ধীর স্নেহ, কংগ্রেস থেকে এক্সপেল, প্রণব মুখার্জির লম্বা জার্নি নিয়ে অকপট শর্মিষ্ঠা...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র এই বইমেলার ভিড়ে একটা বিষয় প্রমাণিত, বাঙালি রাজনীতি নিয়ে যে কোনও আলোচনায় পিন ড্রপ সাইলেন্স বজায় রেখে বসে থাকতে প্রস্তুত। অবশ্যই আলোচনা যত এগোয় মনে প্রশ্ন জাগে, উত্তর আসে। তেমনই এক সন্ধে শুক্রবারের বইমেলা। কলাকাতা সাহিত্য উৎসবে মুখোমুখি সাংবাদিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। স্বাভাবিক ভাবেই আলোচনায় উঠে এল দেশের রাজনীতি, বাংলার রাজনীতি, কংগ্রেস এবং গান্ধী পরিবার অনুপাত, সমীকরণ। ঝরঝরে বাংলায় বললেন বাবাকে কেমন দেখেছেন, কেমন দেখেছেন বদলে যাওয়া রাজনীতির পট। যেমন উঠে এল বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির সম্পর্ক। একজন বিজেপি একজন কংগ্রেস, দুই পৃথক রাজনৈতিক মতাদর্শের মানুষ সবকিছু দূরে রেখে কীভাবে বরাবর বজায় রেখেছেন সৌজন্য, সম্মান। আলোচনায় উঠে আসে শর্মিষ্ঠার বই, যে বইয়ে তিনি লিখেছেন বাবাকে যেভাবে দেখেছেন। উঠে আসে প্রণব মুখার্জির ডায়েরির কথা, যেখান থেকেই বহু ঘটনার কথা জেনেছেন শর্মিষ্ঠা। দেশের রাজনীতিতে একথা সকলেই জানেন, প্রণব মুখার্জিকে গভীর স্নেহ করতেন ইন্দিরা গান্ধী। পরে কি সেই স্নেহই অন্তরায় হয়ে দাঁড়াল তাঁর রাজনীতির জীবনে? কথার উত্তরে কোথাও গিয়ে শর্মিষ্ঠার গলায় ক্ষোভের আঁচ। জানালেন, তাঁর লেখা বইয়ের প্রথম কয়েকটি কপির মধ্যে একটি তিনি পাঠিয়েছিলেন খোদ সোনিয়া গান্ধীর কাছে, তবে কোনও প্রত্যুত্তর আসেনি তাঁর কাছে।বরং প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলোচনায় উঠে আসে শর্মিষ্ঠার রাজনৈতিক জীবন নিয়ে। তিনি কি রাজনীতি ছেড়েছেন, বাকি বিরতি নিয়ে ফিরবেন আবার? তার উত্তরে নিজের অবস্থান তো জানালেনই প্রণব কন্যা, সঙ্গেই জানালেন প্রণব মুখার্জি কংগ্রেস ছাড়েননি, তাঁকে এক্সপেল করা হয়েছিল। ইন্দিরা পরবর্তী গান্ধী পরিবারের সঙ্গে প্রণবের সম্পর্ক, রাহুল প্রতি প্রণব মুখার্জির দৃষ্টিভঙ্গী, কংগ্রেসের ইতিহাসে প্রণব মুখার্জির ভূমিকা, দলের অবস্থান নিয়েও নিজের মতামত স্পষ্ট করেন শর্মিষ্ঠা। উঠে আসে বাংলার রাজনীতি, মমতা-প্রণব সম্পর্ক।
  • Link to this news (আজকাল)