• দশে পা কলকাতা সাহিত্য উৎসবের, শীর্ষেন্দুকে 'স্মরণে সমরেশ' সম্মাননা...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্র:  আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সকলের আকর্ষণ থাকে যে দিকে,শুক্রবার সূচনা হল তারই। ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে এসবিআই অডিটোরিয়ামে শুরু হল দশম কলকাতা সাহিত্য উৎসব। সাহিত্য উৎসবের সূচনার আগে মঞ্চে নৃত্য, গীত প্রদর্শন করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়া, শিক্ষকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বাণী বসু। ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে, যুগ্ম সম্পাদক রাজু বর্মন, কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন এবং বিশিষ্টজনেরা। এদিন "স্মরণে সমরেশ" সম্মাননা তুলে দেওয়া হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে। এবছর প্রথম সমরেশ মজুমদার স্মৃতি সম্মান দেওয়া হল। ইতিমধ্যে সম্মাননা জ্ঞাপন সহ একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সমরেশ মজুমদার ফাউন্ডেশন। তাঁর কন্যা দোয়েল মজুমদার জানান, " সুনীল, শীর্ষেন্দু, শংকর সহ লেখকদের কাছে আমাদের ভাষার ঋণ চিরন্তন, আগামী প্রজন্মের কাছে এই সৃজনশীলতার ধারা অক্ষুণ্ন রাখতে নানা উদ্যোগ এই ফাউন্ডেশনের। উদ্দেশ্য, জেলাস্তরের নবীন, প্রতিশ্রুতিমান লেখকদের প্রশিক্ষণ দেওয়া, ওয়ার্কশপ করা, সাহিত্য উৎসবে প্রবীণতম লেখকদের সম্মান জানানো, পাশাপাশি পাঠক লেখকের মুখোমুখি আলাপচারিতার আয়োজন।" সাহিত্য উৎসবের মঞ্চেই প্রকাশিত হল সমরেশ মজুমদারের শেষ বই "অশেষ সমরেশ"। অনুজপ্রতিম সমরেশের স্মরণে ভারাক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গলা।সমরেশের "সঞ্জু" ডাক আর কখনও শুনতে পাবেন না, স্মৃতিকাতর সঞ্জীব চট্টোপাধ্যায়। ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে কলকাতা সাহিত্য উৎসব।
  • Link to this news (আজকাল)