ফরাসি প্রেসিডেন্টের বাঁ হাতে রামমন্দিরের রেপ্লিকা! মোদীকে খোঁচা মহুয়ার...
২৪ ঘন্টা | ২৭ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর বাঁ হাতে রামমন্দিরের রেপ্লিকা! এক্স হ্য়ান্ডেলে ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। লিখলেন, 'তাঁদের জন্য ২ মিনিট নীরবতা, যাঁরা এখনও মোদীকে হিন্দু্ত্বের ধ্বজাধারী বলে মনে করেন'।
ঘটনাটি ঠিক কী? এবছর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে তাঁর সঙ্গে দেখা হয় মোদী। রোড-শোর পর, ফরাসি প্রেসিডেন্টের হাতে রাম রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মহুয়া যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেই ভিডিয়ো দেখা যাচ্ছে, মাকরেঁর বাঁ হাতে রয়েছে রামমন্দিরের প্রতিরূপ (রেপ্লিকা)। তিনি সেটা ঘুরিয়ে দেখছেন। আর ফরাসি প্রেসিডেন্টের ডান হাতের তালু ধরে রয়েছেন মোদী। 'রামলালা বিরাজমান'। অযোধ্যা মন্দিরের উদ্বোধনে মধ্য়মণি ছিলেন মোদীই। বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠাও হয়েছে তাঁর হাতেই। কবে? ২২ জানুয়ারি সোমবার।