• ডেরেককে 'বিদেশী' বলার জের, ক্ষমা চাইলেন অধীর!
    ২৪ ঘন্টা | ২৭ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: এবার কি বরফ গলবে?  তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের কাছে এবার ক্ষমা চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

    এদিন এক্স হ্যান্ডেল একটি পোস্ট দিয়েছেন অধীর। তিনি লিখেছেন, 'অসাবধনতাবশত বিদেশি বলে ফেলেছি। মিস্টার ডেরেক ও'ব্রায়েনের কাছে ক্ষমা চাইছি'। ঘটনাটি ঠিক কী? দোরগোড়ায় লোকসভা ভোট। চব্বিশে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের  শরিক কংগ্রেসও। কিন্তু বাংলায় অধীর চৌধুরীদের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, 'বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব'।এদিকে বাংলার জোট না হওয়ার জন্য অধীর চৌধুরীকেই কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি বলেছিলেন.  'পশ্চিবঙ্গে জোট কার্যকরী না হওয়ার জন্য কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী-ই হচ্ছেন কারণ'। অধীরের পাল্টা কটাক্ষ, 'ডেরেক ও'ব্রায়েন বিদেশী। ও অনেক কিছু জানে। ওকে জিজ্ঞেস করুন'। সেই মন্তব্যের জন্যই ক্ষমা চাইলেন তিনি।
  • Link to this news (২৪ ঘন্টা)