• Museum: অভূতপূর্ব কর্মকাণ্ডে অবিস্মরণীয় নজির! বাংলার সোনালী অতীত ছুঁয়ে দেখতে ঢল বিদেশিদেরও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
  • Chandannagar Museum:

    কলেজে নতুন মিউজিয়াম। স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে চন্দননগরবাসীর সংগ্রাম কিংবা যেভাবে এই পুন্যভূমি একের পর এক বিপ্লবীর জন্ম দিয়েছে তদুপরি তাঁদের কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষণ করা রয়েছে এখানে। চন্দননগর কলেজের (Chandannagar College) এই মিউজিয়ামে এখন ভিড় বাড়ছে পর্যটকদের (Tourists)। বলা যেতেই পারে বাংলার পর্যটনের মানচিত্রে এই মিউজিয়াম নতুন একটি পালক যোগ করেছে। আনন্দের বিষয় সম্প্রতি প্রচুর বিদেশি পর্যটকও আসছেন এই মিউজিয়াম (Museum) দেখতে। হুগলি নদীর পশ্চিম তীরে অর্ধচন্দ্রাকৃতি আকারে সুন্দর ছিমছাম এক নগরে আষ্ঠেপৃষ্টে জড়িয়ে আছে ইতিহাস আর বনেদিয়ানার সংমিশ্রণ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)