Bihar Crisis: এনডিএর সঙ্গে জোটে নীতীশ, জোর জল্পনার মাঝেই রাজ্য প্রশাসনে বড় রদবদল, তুঙ্গে চর্চা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
বিজেপির সঙ্গে জোট গড়ছেন নীতীশ কুমার। এই জল্পনার মাঝে বিহারের প্রশাসনিক স্তরে ব্যপক রদবদলের নির্দেশ দিল স্বরাষ্ট্রদফতর। ২২ আইএএস-এর পর বিহারে রাতারাতি বদলি করা হয়েছে ৭৯ জন আইপিএস কেও। শুক্রবার গভীর রাতে স্বরাষ্ট্র দফতরের এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অধিকাংশ জেলার এসপিদের বদল করা হয়েছে । এর আগে ২২ জন আইএএস আধিকারিককে বদলি করে নীতীশ সরকার। যার মধ্যে রয়েছেন পাটনার ডিএম চন্দ্রশেখরও। পাশাপাশি দারভাঙ্গা, জেহানাবাদ, নবগাছিয়া, আরারিয়া, সিওয়ান, পূর্ণিয়া, সহরসা, মুঙ্গের, মাধেপুরা, শেখপুরা, বেগুসরাই, খাগরিয়া, বাগাহা, আরওয়াল সহ একাধিক জেলার এসপিদের বদল করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের নতুন আদেশের প্রভাব পড়বে গোটা রাজ্যে।