Maratha Reservation: দাবি মেনেছে শিণ্ডে সরকার, মারাঠা সংরক্ষণ ইস্যুতে আন্দোলন শেষের বার্তা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
মহারাষ্ট্রে মারাঠা আন্দোলনে নয়া মোড়। শুক্রবার রাতে এই আন্দোলনে নতুন মোড় আসে। মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদল এবং মারাঠা আন্দোলনের নেতৃত্বদানকারী মনোজ জারাঙ্গে পাটিলের মধ্যে গভীর রাত পর্যন্ত আলোচনা চলে। শিন্ডে সরকারের দাবি, আলোচনার মাধ্যমে মিলেছে সমাধান সূত্র।