• অনুষ্টুপের শতরান, রঞ্জিতে রান পেলেন মনোজও
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুড়ো হাড়ে ভেল্কি অনুষ্টুপ মজুমদারের। রঞ্জি ট্রফিতে আরও একটি শতরান করলেন। শুক্রবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে লড়াকু ১২০ রান করেন অনুষ্টুপ। তাঁর ব্যাটে ভর করে অসমের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৪২ রান করে বাংলা। এবারের রঞ্জিতে ৩৯ বছরের অনুষ্টুপের এটা দ্বিতীয় শতরান। তাঁকে যোগ্য সঙ্গত দেন মনোজ তিওয়ারি। ৬৮ রানে অপরাজিত বাংলার অধিনায়ক। মরশুমে প্রথমবার রান পেলেন মনোজ। ৫৭ রানে ৪ উইকেট হারায় বাংলা। এই জায়গা থেকে দলকে টেনে তোলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। পঞ্চম উইকেটে ১৮৫ রান যোগ করে অনুষ্টুপ-মনোজ জুটি। ১৯৭ বলে ১২০ রানের ইনিংসে ছিল ১৬টি চার। এখনও ক্রিজে রয়েছেন। ১৮২ বলে ৬৮ রানে অপরাজিত মনোজ। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার। টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় অসম। সতর্কতার সঙ্গে শুরু করেন দুই ওপেনার শ্রেয়ানস ঘোষ এবং সৌরভ পাল। কিন্তু টপ অর্ডার ব্যর্থ। অল্প রানে ফেরেন শ্রেয়ানস, সৌরভ এবং মহম্মদ কাইফ। ১৪ ওভারের মধ্যে ২৮ রানে ৩ উইকেট হারায় বাংলা। রান পাননি সুদীপ ঘরামিও। মাত্র ১০ রানে আউট হন। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে বাংলা। এই জায়গা থেকে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ম্যাচে ফেরান অনুষ্টুপ এবং মনোজ। দু"জনেই দায়িত্বশীল ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে দু"জনেই অপরাজিত। দুই বুড়ো ঘোড়ার ওপর নির্ভর করছে বাংলার ম্যাচের ভাগ্য। এদিন অসমের হয়ে জোড়া উইকেট নেন মোক্তার হোসেন। 
  • Link to this news (আজকাল)