• ‌ দিল্লি পুলিশের এসিপি–র ছেলেকে খুনের অভিযোগ, আটক এক
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ে বাড়ি থেকে আর বাড়ি ফিরলেন না দিল্লির অ্যাসিস্ট্যান্ট কমিশনার যশপাল সিংয়ের ছেলে লক্ষ্য চৌহান (‌২৪)‌। একটি খাল থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। জানা গেছে, বিকাশ ভরদ্বাজ ও অভিষেক নামে দুই বন্ধুর সঙ্গে হরিয়ানায় বিয়েবাড়িতে গিয়েছিলেন তিস হাজারি কোর্টের আইনজীবী লক্ষ্য। সেখান থেকে ফেরার সময় টাকা নিয়ে দুই বন্ধুর সঙ্গে বচসা চলছিল লক্ষ্যর। জেরায় পুলিশ জানতে পেরেছে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মুনাক ক্যানালের কাছে শৌচকর্ম করতে নেমেছিলেন তিন বন্ধু। সেই সময় আচমকাই লক্ষ্যকে পিছন থেকে ঠেলে খালে ফেলে দেন অভিষেক ও বিকাশ ভরদ্বাজ। এরপর ঘটনাস্থল থেকে গাড়ি করে পালিয়ে যান তারা। জানা যাচ্ছে, ভরদ্বাজের থেকে কিছু টাকা ধার হিসেবে নিয়েছিলেন লক্ষ্য। সেই টাকা ফেরত দিতে চাইছিলেন না বলেই নাকি বচসা চলছিল। জেরায় এ কথাই জানিয়েছেন অভিষেক। তার দাবি, তিনিই গাড়ি থেকে ভরদ্বাজকে একটি বিশেষ জায়গায় নামিয়ে দিয়েছিলেন। এরপর আর কোনও খোঁজ তিনি পাননি। ভরদ্বাজকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।ইতিমধ্যেই খুনের অভিযোগে অভিষেক নামের ওই বন্ধুকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, অভিষেক জানিয়েছেন ভরদ্বাজই ওই বিয়েবাড়িতে ডেকেছিলেন লক্ষ্যকে।এদিকে, ছেলের খোঁজ না পেয়ে খোদ এসিপি নিখোঁজ ডায়রি করেন। শুরু হয় খোঁজ। পরিচিত জায়গাগুলিতে খোঁজ নিলেও সন্ধান পাওয়া যায়নি। এরপর বিয়েবাড়ির ঠিকানা ধরে এগোতে এগোতে একটি খালের খোঁজ পায় পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার হয় লক্ষ্যের দেহ। খোদ এসিপি–র ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক পুলিশ।  
  • Link to this news (আজকাল)