• নতুন সাজে ব্যান্ডেল পুলিশ পোস্ট! উদ্বোধন করলেন পুলিশ কমিশনার...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: নতুন সাজে আত্মপ্রকাশ করল ব্যান্ডেল পুলিশ পোস্ট। সম্প্রতি ব্যান্ডেল পুলিশ পোস্টের সংস্কারের কাজ শুরু হয়। তৈরি হয় আলাদা আইও অফিস, ডিউটি অফিসারের ঘর, কম্পিউটার রুম, মালখানা, পুলিশ ব্যারাক। তৈরি করা হয় পুরুষ এবং মহিলা দুটি আলাদা হাজত। একইসঙ্গে খেলার মাঠ থেকে উন্নত মানের অপেক্ষা করার বা বসার জায়গা এবং শৌচাগার। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের দিন সকালে নতুন সাজে সেজে ওঠা ১৯৫০ সালের প্রাচীন পুলিশ পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। উপস্থিত ছিলেন ডিসি হেড কোয়ার্টার ঈশানি পাল, এসিপি মৌমিতা দাস ঘোষ, আইসি অনুপম চক্রবর্তী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। এদিন সকালে ব্যান্ডেল পুলিশ পোস্টের সামনে পুলিশ কমিশনারকে গার্ড অফ অনার দেন আইসি অনুপম চক্রবর্তী। অনুষ্ঠানে পুলিশের কাজের ভুয়সী প্রশংসা করেন বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, বর্তমানে পুলিশের ভালো কাজের সুফল ভোগ করছেন চুঁচুড়া থানা এলাকার সমস্ত বাসিন্দা। দুষ্কৃতী মুক্ত হয়েছে সমগ্র এলাকা। পুলিশ কমিশনার বলেছেন, কমিশনারেট এলাকায় একাধিক ভালো আধিকারিক রয়েছেন। রয়েছেন ব্যান্ডেল পুলিশ পোস্টের ইনচার্জ অতনু মাঝির মত আধিকারিক। পুলিশ কমিশনার আরও বলেন, সময়ের অপেক্ষা আগামী দিনে আলাদা থানা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ব্যান্ডেল পুলিশ পোস্ট। রাজ্য সরকারের কাছে ব্যান্ডেল পুলিশ পোস্টকে থানা করার আবেদন করা হয়েছে। সেই আবেদন গৃহীত হয়েছে অনেক আগেই। এবার সেই অনুমোদনে রাজ্য সরকারের অর্থ দপ্তরের সিলমোহরের অপেক্ষায় রয়েছে। এদিনের অনুষ্ঠানে স্কুলের খুদে পড়ুয়াদের হাতে বই, খাতা, পেন্সিল, পেন ইত্যাদি পড়াশোনার সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার।
  • Link to this news (আজকাল)