এমন কীর্তির যত প্রশংসা করা যায় ততই যেন কম পড়ে। অভাবনীয় সাফল্যের এক নতুন নজির গড়েছেন এই বঙ্গসন্তান। কৃষক পরিবারের এক ছেলে UPSC পরীক্ষায় প্রশ্নাতীত সাফল্য ঝুলিতে পুরে ফেলেছেন। মাত্র ২৫ বছর বয়সে সর্বভারতীয়স্তরের এই পরীক্ষায় নজিরবিহীন সাফল্যের শিখর ছুঁয়েছেন বাংলার এই যুবক। তাঁর এমন অভূতপূর্ব সাফল্যে তাঁর পরিবার তো বটেই উচ্ছ্বসিত গোটা গ্রাম।