Anjan Dutta: সিনেমা বানানোর পয়সা না দিলে ভাবি যাই বাংলাদেশে একটু গান করি : অঞ্জন দত্ত
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
Anjan Dutta In Bangladesh:
তিনি একাধারে অভিনেতা, সুরকার, গীতিকার এবং পরিচালক ও। অঞ্জন দত্ত, তাঁর কেরিয়ারে অনেক কিছু করেছেন। শুরুটা হয়েছিল, অনেক বছর আগে। থিয়েটারের প্রতি ঝোঁক ছিল প্রবল। কিন্তু…তিনি একসময় মৃণাল সেনের অনুরোধেই বাংলা সিনেমার দিকে পা বাড়িয়েছিলেন।