Aurangzeb Temple: ইতিহাসই প্রমাণ, আওরঙ্গজেব এই মন্দির ভেঙেছিলেন, সামনে এল বিরাট সত্য!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
The Archaeological Survey of India:
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে ‘বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটি বড় হিন্দু মন্দির ছিল।’ এএসআই বলেছে যে, ‘বৈজ্ঞানিক গবেষণা এবং পর্যবেক্ষণ’-এর ওপর নির্ভর করে তারা একথা বলছে। আর, তাদের এই বক্তব্যের পিছনে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব গবেষণা সংস্থা।