• Jasprit Bumrah: মাঠেই ভরতকে একহাত, শিকার হাতছাড়া হওয়ায় ফুঁসলেন বুমরা! আগুন জ্বালিয়ে ভিডিও ভাইরাল, দেখুন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
  • India vs England 1st Test in Hyderabad:

    জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) সচরাচর রাগেন না। স্মিত হাসি দিয়েই মাঠে যাবতীয় প্রতিকূলতার মোকাবিলা করেন। তবে তিনি রাগলে কী হয়, টের পেলেন উইকেটকিপার কেএস ভরত। শনিবারের হায়দরাবাদ দেখিয়ে দিল অন্য চেহারার বুমরাকে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)