• শাস্তি দিয়ে হোটেলে বন্দি IPL সুপারস্টার, বন্ধ খাবার! দিল্লিতে বীভৎস কাণ্ডে ছিঃছিঃকার গোটা দেশে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ জানুয়ারি ২০২৪
  • রঞ্জি ট্রফিতে দিল্লি ছন্নছাড়া পারফরম্যান্স করেই চলেছে। টানা দুটো ম্যাচ হেরে গিয়েছে দিল্লি। তৃতীয় ম্যাচেও সুবিধাজনক জায়গায় নেই দিল্লি। এমন আবহেই এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়ল দিল্লি। যে বিতর্কের মুখ তারকা ব্যাটার আয়ুশ বাদোনি। আইপিএলে লখনৌয়ের জার্সিতে মারকাটারি পারফরম্যান্সের সুবাদে যিনি অন্যতম পরিচিত মুখ। তবে তাঁকেই কিনা এবার হোটেলে আটকে রাখল দিল্লি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)