• ধর্ষণ মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দে‌‌ওয়ার নির্দেশ আদালতের...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্রাক্তন মার্কিন সাংবাদিক জেন ক্যারলের করা ধর্ষণ ও মানহানির মামলায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩.‌৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আমেরিকার একটি ফেডারেল আদালত। শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের ৯ সদস্যের বিচারক প্যানেল ট্রাম্পের বিরুদ্ধে এই নির্দেশ দেন। আদালত জানিয়েছে, এলিজাবেথ জেন ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিকভাবে ক্যারলকে বিপর্যস্ত করার জন্য ক্যারল পাবেন ৭.‌৩ মিলিয়ন ডলার। প্রসঙ্গত, গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ক্যারল। শুধু অভিযোগ তুলেই তিনি ক্ষান্ত হননি, ম্যানহাটনের ফেডারেল আদালতে একটি মামলাও করেন ট্রাম্পের বিরুদ্ধে। ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯০ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল। তবে ক্যারলের করা অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। জানিয়েছিলেন, প্রচার পেতেই এসব করেছেন ক্যারল। 
  • Link to this news (আজকাল)