• ইজরায়েলকে গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত, প্রতিক্রিয়া নেতানিয়াহুর...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজায় হত্যালীলা বন্ধ করতে ইজরায়েলকে কড়া নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত। শুনানি শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর এই নির্দেশ দেওয়া হয়েছে। ইজরায়েলকে গাজা উপত্যকায় সামরিক অভিযান স্থগিত রাখতে বলা হয়েছে। আরও নির্দেশ দেওয়া হয়েছে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তার উন্নতিতে পদক্ষেপ নিতে হবে ইজরায়েলকে। গাজা গণহত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্যালেস্টাইন সরকার এবং গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাসও স্বাগত জানিয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইজরায়েলের বিরুদ্ধে গত ডিসেম্বরে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এর প্রায় দুই সপ্তাহ পর চলতি মাসের শুরুর দিকে শুনানি হয়। এদিন রায় ঘোষণার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ চলবে। তিনি আরও বলেন, তাঁর দেশ আন্তর্জাতিক আইন মেনে নিজেকে ও নিজের নাগরিকদের রক্ষা অব্যাহত রাখবে।
  • Link to this news (আজকাল)