• দু'দফায় প্রকাশিত হবে আইপিএলের সূচি, সরতে পারে দেশের বাইরে' ...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল কি ভারতে হবে না বিদেশে সরে যাবে? এই প্রশ্নের এখনও উত্তর মেলেনি। তবে যেটা জানা যাচ্ছে, দু"দফায় হতে পারে আইপিএল। দু"ধাপে প্রকাশিত হতে পারে সূচি। লোকসভা নির্বাচনের তারিখ মাথায় রেখেই আইপিএলের সূচি প্রকাশিত করা হবে। প্রথম দফা ভারতের মাটিতে করতে চাইছে বিসিসিআই। এপ্রিলে নির্বাচন হওয়ার কথা থাকলেও, এখনও তার দিনক্ষণ জানানো হয়নি। সেই কারণেই সূচি নির্ধারিত করতে পারছে না বোর্ড। মার্চে আইপিএল শুরু হওয়ার কথা। টুর্নামেন্ট শেষ হলেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ শুরু। যার ফলে ভারতের বাইরে সরে যেতে পারে আইপিএলের কিছু ম্যাচ। কোটিপতি লিগ শুরু হতে দু"মাসও বাকি নেই। সাধারণত এই সময় সূচি প্রকাশিত হয়ে যায়। কিন্তু এবার নির্বাচনের জন্য অপেক্ষা করছে বোর্ড। নির্বাচনের মধ্যে আইপিএলে পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। যার ফলে আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশ করার কথা ভাবছে বিসিসিআই। সেখানে সব ম্যাচই ভারতের মাটিতে। দ্বিতীয় দফায়ও বিদেশে আইপিএল আয়োজন করতে চাইছে না আইপিএল। তবে সবটাই নির্ভর করছে নির্বাচনের তারিখের ওপর। শোনা গিয়েছিল, ২২ মার্চ শুরু হতে পারে আইপিএল। ফাইনাল ২৬ মে। কারণ ১ জুন থেকে টি-২০ বিশ্বকাপ শুরু। প্রসঙ্গত, এর আগে ২০০৯ এবং ২০১৪ সালে আইপিএল এবং লোকসভা নির্বাচন একসময় হয়েছিল। যার ফলে ২০০৯ আইপিএল দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ২০১৪ সালে ভারত এবং আরব আমিরশাহিতে দুই দফায় আইপিএল হয়েছিল। কিন্তু এবার পুরোটাই দেশের মাটিতে করতে চায় বোর্ড। তাই নির্বাচনের তারিখের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)