• বিভিন্ন রাজ্যে লোকসভা ভোটের দায়িত্ব ভাগ করল বিজেপি, বাংলার দায়িত্বে অমিত মালব্য...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে টপ গিয়ারে বিজেপি। শনিবার বিভিন্ন রাজ্যে বিজেপি নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হল। দলের সহ সভাপতি জয় পান্ডাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হল। পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে। বিহারে বিজেপির দায়িত্ব পেয়েছেন বিনোদ তাওড়ে এবং দীপক প্রকাশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। তাঁকে সহযোগিতা করবেন মঙ্গল পান্ডে এবং আশা লাকড়া। মধ্যপ্রদেশের ক্ষেত্রে দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিং এবং সতীশ উপাধ্যায়। জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ চগ এবং আশিস সুদের হাতে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীকান্ত বাজপেয়ী। হরিয়ানার দায়িত্বে থাকবেন বিপ্লব দেব এবং সুরেন্দ নাগর। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের দায়িত্ব সামলাবেন শ্রীকান্ত শর্মা এবং সঞ্জয় ট্যান্ডন। কংগ্রেস শাসিত আরেক রাজ্য হরিনায়াতে দায়িত্ব দেওয়া হয়েছে রাধামোহন আগরওয়াল এবং সুধাকর রেড্ডিকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন হতে পারে এপ্রিল-মে মাসেই। নির্বাচন কমিশন এবিষয়ে এখনও কোনও দিন ঘোষণা করেনি। তবে তার আগে গেরুয়া শিবির তাঁদের দায়িত্ব বন্টনের কাজ শেষ করল।
  • Link to this news (আজকাল)