• দিল্লিতে প্রবল শৈত্যপ্রবাহ
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ঘন কুয়াশার চাদর, সঙ্গে দোসর প্রবল শৈত্যপ্রবাহ। শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারত জুড়েই এখন চলছে প্রবল শীতের দাপট। বিগত কয়েক সপ্তাহ ধরেই কুয়াশার জেরে দিল্লিতে বিমান এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। শনিবারও তার ব্যতিক্রম হল না। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহ আপাতত চলবে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ের বাসিন্দারা এই শীতের কামড় অনুভব করবেন। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকছে। পরিবেশবিদরা জানিয়েছেন, দিল্লিতে প্রবীণ এবং শিশুরা যেন সকালের দিকে প্রাতঃভ্রমণে না বের হন। পাশাপাশি দূষণ থেকে বাঁচতে সকলেই যেন মাস্কের ব্যবহার করেন।  
  • Link to this news (আজকাল)