• নীতীশের ‘ইন্ডিয়া’ জোট ছাড়ার প্রশ্ন হেলায় ওড়ালেন মল্লিকার্জুন খাড়গে...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  বিহারের রাজনীতিতে পাল্টু কুমার নীতীশকে নিয়ে এখন সকলেই ব্যস্ত। এরই মধ্যে ইন্ডিয়া জোট নিয়ে জোরালো দাবি শোনা গেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের গলায়। তিনি বলেন, তাঁর কাছে এমন কোনও খবর নেই যে জেডিইউ ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, জেডিইউ-র প্রধান নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিজেপির হাত ধরবেন এমন খবরে সরগরম গোটা দেশ। বিজেপির হাত ধরেই তিনি ফের বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরবেন বলেও খবর। কংগ্রেসের বহু বিধায়ক তাঁর সঙ্গে বিজেপিতে যোগদান করবেন বলেও খবর মিলেছে। এরই মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এহেন দাবি ফের নতুন করে জল্পনা তৈরি করেছে। বিহারের রাজনীতি কোন দিকে যাবে তা আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে। তবে কংগ্রেস সভাপতির এহেন বক্তব্যে ফের নতুন মোড় নিতে পারে বিহারের রাজনীতি।  
  • Link to this news (আজকাল)