• বিহারে নাটকীয় পর্ব, ইন্ডিয়া জোটকে কটাক্ষ অনুরাগ ঠাকুরের...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কংগ্রেস নিজের জোটের সঙ্গেই ন্যায় করতে পারছে না। এটাই প্রধান কারণ বিভিন্ন রাজ্যে জোট ভেঙে পড়ছে। প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রধান কারণ হল গোটা দেশে ন্যায়কে প্রতিষ্ঠা করা। তাকেই ফের একবার কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁর রাজ্যে দুটির বেশি আসন তাঁরা কংগ্রেসকে ছাড়বেন না। বিষয়টি নিয়ে মমতার মান ভাঙাতে তাঁকে একাধিকবার ফোন করেছে কংগ্রেস হাইকমান্ড। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট না করার কথা জানিয়ে দিয়েছেন। আর এবার বিহারের মহা নাটক। ইন্ডিয়া জোটকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতীশ কুমার। ডেজিইউ প্রধান বরাবরই পালটু কুমার হিসাবে পরিচিত। লোকসভা নির্বাচনের আগে ফের নিজের সেই ভাবমূর্তিই তুলে ধরলেন নীতীশ কুমার। এমনকি কংগ্রেসের বিরুদ্ধে বেসুরো শুনিয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও। শনিবার তিনি বলেন, কংগ্রেসের পক্ষ থেকে সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোটে নীতীশ কুমার তখনই থাকবেন যদি তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়।
  • Link to this news (আজকাল)