• ‌শীতের মেয়াদ আর কত দিন'‌ আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা...
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শীতের আমেজ আর কতদিন?‌ উঠছে প্রশ্ন। যদিও শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.‌৫ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবারের (‌১৩.‌৭)‌ থেকে কিছুটা কম। আপাতত দিন চারেক এরকম আবহাওয়া থাকলেও বুধবার থেকে পরিস্থিতি বদলাবে। কারণ বুধ ও বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিঙে শনিবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতে ঢুকবে। যার জেরে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। 
  • Link to this news (আজকাল)