• ২ ফেব্রুয়ারি টেকনো ক্যুইজ অলিম্পিয়াড ফাইনাল
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২ ফেব্রুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে হবে টেকনো ক্যুইজ অলিম্পিয়াড ফাইনাল। পশ্চিমবঙ্গের ১২ টি জেলার ২০০ টি স্কুলের পড়ুয়ারা অংশ নেয় এই অলিম্পিয়াডে। জুনিয়র এবং সিনিয়র দুটি দলে ভাগ করে হয় এই প্রতিযোগিতা। প্রথম পর্বের প্রতিযোগিতা হয় ১০ জানুয়ারি হুগলি, কোলাঘাট, নবদ্বীপ, দুর্গাপুর, মেদিনীপুর এবং বোলপুরে। দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা হয় ১৭ জানুয়ারি মালদা, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। ২০ জানুয়ারি শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলে সেমি ফাইনাল হয়। বিখ্যাত ক্যুইজ মাস্টার ব্যারি ও"ব্রায়েন এই ক্যুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন। সেমি ফাইনালে দক্ষিণবঙ্গ জুনিয়র গ্রুপে জয়ী হয়েছে হুগলির আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমি। প্রথম রানার আপ হয়েছে বোলপুরের নব নালন্দা স্কুল। দ্বিতীয় রানার আপ হয়েছে হলদিয়ার অ্যাসেম্বলি অফ গড চার্চ। দক্ষিণবঙ্গ সিনিয়র গ্রুপে জয়ী হয়েছে হুগলির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। প্রথম রানার আপ হয়েছে নবদ্বীপের বকুলতলা হাইস্কুল। দ্বিতীয় রানার আপ হয়েছে কোলাঘাটের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। উত্তরবঙ্গ জুনিয়র গ্রুপে জয়ী হয়েছে আলিপুরদুয়ারের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। প্রথম রানার আপ হয়েছে বালুরঘাটের আত্রেয়ী দাভ পাবলিক স্কুল। দ্বিতীয় রানার আপ হয়েছে শিলিগুড়ির বিড়লা দিব্য জ্যোতি স্কুল। উত্তরবঙ্গ সিনিয়র গ্রুপে জয়ী হয়েছে শিলিগুড়ির জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল। প্রথম রানার আপ হয়েছে কোচবিহারের জেনকিন্স স্কুল। দ্বিতীয় রানার আপ হয়েছে জলপাইগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। এরা সকলেই কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
  • Link to this news (আজকাল)