• ‌অমিত শাহের বঙ্গ সফর বাতিল, কেন'‌
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর বাতিল হয়ে গেল। রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হল। কিন্তু কেন?‌ প্রসঙ্গত বিহারে ফের বিজেপির সহযোগী হতে পারেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এনডিএ–তে ফের ফিরতে পারেন নীতীশ। তারপর ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। আর নীতীশকে এনডিএ–তে নিতে আপত্তি নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এই নেতৃত্বেরই অংশ শাহ। মনে করা হচ্ছে সেকারণেই বঙ্গ সফর বাতিল করলেন শাহ।এদিকে, শাহের বঙ্গ সফরের প্রস্তুতি শুরু হয়েছিল জোরকদমে। কথা ছিল, সোমবার রাতে দলের শীর্ষনেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন শাহ। সোমবার সকালে প্রথমে শাহের যাওয়ার কথা ছিল উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে চারটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক। দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা। সেখানেও ডাকা হয়েছিল চারটি লোকসভা এলাকার কর্মীদের। বিকেলে কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে একটি বৈঠক করার কথা ছিল শাহের। কিন্তু আপাতত শাহের সেই সফর বাতিল হল। 
  • Link to this news (আজকাল)