• ছুটির দিনে ভিড় বইমেলায়, আজকালে বিশিষ্টজনেরা
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৪
  •  রিয়া পাত্র২৬ জানুয়ারি। ছুটির দিনে স্বাভাবিক ভাবেই বইমেলা ভিড়ে ভরা। বাবা মায়ের হাত ধরে বইমেলায় উঁকিঝুঁকি শিশুদের। কেউ গো অ্যাজ ইউ লাইক থেকে সরস্বতী সেজেই সোজা বই মেলায়, প্রজাতন্ত্র দিবসে কারও হাতে পতাকা। লম্বা লাইন বইমেলার স্টলগুলিতে। অন্যান্য দিনের মতোই ভিড় আজকাল পাবলিকেশনের স্টলেও। ঘুরে গেলেন বিশিষ্ট জনেরা। দেখলেন স্টলের ছবি, কিনলেন পছন্দের বই। মাঝে পুরস্কার বিতরণের জন্য এলেও নিজের জন্য ঘুরে দেখতে ২৫ বছর পর বইমেলায় এলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আজকাল স্টলে এসেই হাতে তুলে নিলেন পছন্দের বই। বললেন, "আজকাল ঘরের মতো।" জানালেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারা বই দেখেই তিনি মনস্থির করে ফেলেছেন, সেটি নিয়ে যাবেন। আজকালের স্টলে এসেছিলেন কবি তন্ময় চক্রবর্তী। জানালেন আজকালের "পরিপাটি গোছানো" স্টল দেখে তাঁর মনে হয়েছে, এ যেন পুরনো বাংলার ঐতিহ্যের বিস্তার এবং উত্তরাধিকার। আজকালের স্টলে এদিন এসেছিলেন কবি পায়েল সেনগুপ্ত সহ বিশিষ্টজনেরা।
  • Link to this news (আজকাল)