জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সব জল্পনার অবসান। ২৯ জানুয়ারি অমিত শাহের সভারতেই পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন দিব্যেন্দু অধিকারী। সূত্রের খবর এমনই। আগামী ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেছেদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। সেই সভাতেই এতদিনের জল্পনা-বিতর্ক সবের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে খবর। যদিও গেরুয়া শিবিরে যোগদান প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, সময় কথা বলবে। তবে শাহের সভায় দিব্যেন্দু অধিকারীর পদ্ম শিবিরে যোগদান-ই বড় চমক হতে চলেছে বলে খবর। জেলার রাজনৈতিক মহল এখন সরগরম সেই চর্চায়।প্রায় দু বছর ধরে দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর কোনও সম্পর্ক নেই বললেই চলে। অনেক কটাক্ষ, চাপানউতর চলে। এরপর গত ২২ জানুয়ারি সস্ত্রীক রামের আরাধনা করতে দেখা যায় দিব্যেন্দু অধিকারীকে। রামমন্দির উদ্বোধন ও প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে রামের পুজোর আয়োজন করেছিল বিজেপি। বিজেপি আয়োজিত সেই পুজো মন্ডপে রাজ্য, কেন্দ্র ও জেলা স্তরীয় বিজেপি নেতাদের সঙ্গে গেরুয়া বসন ও তিলক ধারণ করে আড্ডা দিতে দেখা যায় দিব্যেন্দু অধিকারীকে। এমনকি জয় শ্রীরাম ধ্বনি দিতেও শোনা যায় তাঁকে। যা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এরপরই ঘনিষ্ঠ সূত্রে খবর, অবশেষে দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানে শিলমোহর পড়তে চলেছে।রামমন্দিরের উদ্বোধনের দিন শিব মন্দিরেও ঘণ্টা বাজিয়ে আরাধনা করেন দিব্যেন্দু অধিকারী। দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন বলে জানান তিনি। দিব্যেন্দু অধিকারী সেদিন বলেন, "হানাহানি হিংসা-বিদ্বেষ বন্ধ হোক, দেশ আরও এগিয়ে যাক।" সেদিন ছিল তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলও। যে প্রসঙ্গে দিব্যেন্দু বলেন, "উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে করুক, সকলের অধিকার আছে। সকলকে স্বাগত জানাচ্ছি।"