জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতির হানা অব্যাহত মালবাজার মহকুমায়। এবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ঘরবাড়ি। একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে আহত হলেন তিন ব্যক্তি।
গতকাল, শুক্রবার রাতে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কৈলাসপুর করোনা লাইনের ঘটনা। এলাকার বাসিন্দা ললিতা ওঁরাও বলেন, বুধবার রাতে একটি হাতি চা-বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে দুটি বাড়ি ভেঙে দেয়। রাত সাড়ে ১১টার দিকে অপলচাঁদ জঙ্গল থেকে হাতিটি খাবারের খোঁজে কৈলাসপুর চা-বাগানে ঢুকেছিল। হাতিটি মিনু মাঝি ও পরান ওঁরাওদের বাড়ি ভাঙচুর করে।জানা গিয়েছে, শ্রমিকেরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন অপলচাঁদ জঙ্গল থেকে হাতি এসে এই দুটি বাড়িতে হামলা চালায়। হাতির ধাক্কায় কংক্রিটের দেয়াল পড়ে যায় ঘুমন্ত মিনু মাঝি পরিবারের সদস্যদের উপর। ঘটনায় আহত হয়েছেন তিনজন। দেওয়াল ভেঙে পড়ার শব্দে পালিয়ে যায় হাতিটি। এদিকে, হাতির হানায় একই পরিবারের ৩ জন আহত হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা দেয়ালের ভেঙে পড়া অংশ সরিয়ে তাঁদের কৈলাসপুর চা-বাগান হাসপাতালে নিয়ে যান।হাতির হানায় আহতদের নাম অনিকেত মাঝি, আনিশা মাঝি, আয়ুষ মাঝি। মাথায় চোট পেয়েছে বছর চোদ্দোর আয়ুষ মাঝি। এভাবে হাতির হানায় বিভিন্ন সময়ে স্থানীয়দের নানা দুর্দশায় ক্ষোভে ফেটে পড়ে এলাকা। বৃহস্পতিবার চা-বাগানের বাসিন্দারা কাঠামবাড়ি রেঞ্জ অফিসে এসে ক্ষোভ জানান। অবিলম্বে ক্ষতিপূরণের পাশাপাশি, রাতে টহলদারি দাবিও জানিয়েছেন চা-শ্রমিকেরা। বন দফতরসূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।