IND vs Eng: মানা যায় না এই ফিল্ডিং! অশ্বিনের কাণ্ডে মেজাজ গরম রোহিত-জাদেজারও! দেখুন তুমুল ভিডিও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ফিল্ডিংয়ের জন্য রীতিমতো হতাশা প্রকাশ করতে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মা ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভারে অলি পোপ জাদেজার বল ফ্লিক করে মিড উইকেটে পাঠান। মিড-অনে ফিল্ডিং করছিলেন অশ্বিন। তিনি বলের পিছু ধাওয়া করেন। কিন্তু ডাইভ দিয়েও চার আটকাতে পারেননি। অশ্বিনের এই খারাপ ফিল্ডিংয়ের জন্য রীতিমতো অখুশি দেখায় জাদেজা ও রোহিতকে।