Sreela Majumdar Passed Away: ‘ঋতু তুমি ভাঙবে না, আর বলবে না কেউ…’, দিদি শ্রীলার প্রয়াণে মর্মাহত ঋতুপর্ণা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
দিদি চলে গিয়েছেন। আর ফিরবে না সেই ভালবাসা। ঋতুপর্ণা সেনগুপ্তর কথায় শুধুই আক্ষেপ। যে ভালবাসা তিনি দিদি শ্রীলার কাছ থেকে পেয়েছেন সেটা অতুলনীয়। আজ যেন, বিশ্বাসই হচ্ছে না তাঁর।