Sreela Majumdar Passed Away: অভিনয় ছাড়াও ছিল বিশেষ গুণ, ঐশ্বর্যর ‘মসিহা’ হয়ে এসেছিলেন শ্রীলা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
Sreela Majumdar Passes Away:
একের পর এক স্বর্ণযুগের ছবি। শ্রীলা মজুমদার ছিলেন এমন এক অভিনেত্রী যার নাম শোনা তাবড় তাবড় পরিচালকের মুখে। ঋতুপর্ণ ঘোষ থেকে মৃণাল সেন এমনকি শাম বেনেগালের মতো পরিচালকদের পছন্দ ছিলেন তিনি।