• Rohan Bopanna: ৪৩ বছরে অস্ট্রেলিয়ায় বিশ্বজয় ভারতীয়র! বোপান্নার ব়্যাকেটে ইতিহাস, কুর্নিশ গোটা বিশ্বের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
  • Australia Open-Bopanna:

    রোহান বোপান্না এবং ম্যাথু এবডেন শনিবার ইতিহাস তৈরি করলেন। তাঁরা সিমোন বোলেলি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস চ্যাম্পিয়ন হলেন। ভারতীয় এবং অস্ট্রেলিয়ান জুটি এই ম্যাচ জিতে নিল ৭-৬ (০), ৭-৫ ব্যবধানে। মোট ১ ঘণ্টা ৩৯ মিনিটের ম্যাচে স্ট্রেট সেটে বোপান্নারা পরাজিত করলেন ইতালীয় জুটি বোলেলি-ভাভাসোরিকে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)