• Nitish Kumar: কেন নীতীশ কুমার ২০২২ সালে বিজেপির সঙ্গ ছেড়েছিলেন, কেন তিনি এনডিএতে ফিরতে চাইছেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
  • Bihar Politics: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২০২২ সালের আগস্টে বিজেপির সঙ্গ ত্যাগ করেন। তখন তিনি বিজেপির বিরুদ্ধে তাঁর দল জনতা দল (ইউনাইটেড) কে ‘বিভক্ত এবং শেষ’ করার চেষ্টার অভিযোগ করেছিলেন। তিনি পক্ষ পরিবর্তন করেন এবং রাষ্ট্রীয় জনতা দল (RJD) এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করেন। পাশাপাশি প্রচার করেন যে, একজন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নেতাকে তাঁর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিন মাস পরে, নীতীশ বলেছিলেন যে বিহারের ডেপুটি সিএম আরজেডির তেজস্বী প্রসাদ যাদব ২০২৫ সালে তাঁদের মহাগঠবন্ধনের হয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে নেতৃত্ব দেবেন। কিন্তু, দেখা গেল ২০২৪ সালের জানুয়ারিতেই, নীতীশ এবং তেজস্বী পাটনায় প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে দূরত্ব বজায় রাখলেন। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফের তাঁর বর্তমান মিত্রদের ছেড়ে যেতে চাইছেন। আর, পক্ষ পরিবর্তন করতে চাইছেন। আর, এনিয়ে জল্পনা শুরু হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)