Mimi Chakroborty: ‘এর থেকে বাঁচা অসম্ভব…’, শারীরিক অসুস্থতার কথা জানালেন মিমি চক্রবর্তী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
তাঁর জীবনের অন্যতম সাফল্য পেয়েছেন গতকাল। রক্তবীজ
Raktabeej
প্রায় ১০০ দিন ধরে হলে চলছে। পুজোতে রিলিজ করেছিল অনেকগুলো বাংলা ছবি। তারপর থেকে অনেক ছবি এসেছে, অনেক ছবি গিয়েছে… কিন্তু, শিবু নন্দিতার এই ছবি যেন ভীষণ রকম জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। সেই ছবির মুখ্য ভুমিকায় মিমি চক্রবর্তী
Mimi Chakraborty )। পুলিশ অফিসারের চরিত্রে দারুণ নজর কেড়েছিলেন তিনি, কিন্তু আজ!