• অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, বর্ষীয়ান প্লেয়ার হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড বোপান্নার...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সাক্ষী থাকল রড লেভার এরিনা। সবচেয়ে বর্ষীয়ান টেনিস প্লেয়ার হিসেবে গ্র্যান্ডস্লাম জিতলেন রোহন বোপান্না। শনিবার সিমোন বোলেল্লি-আন্দ্রে ভাভাসরির ইতিলিয়ান জুটি‌কে ৭-৬, ৭-৫ সেটে হারান রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। ১ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ম্যাচ বের করে নেন। পুরুষদের ডবলসে এটা বোপান্নার প্রথম গ্র্যান্ডস্লাম। টেনিস জীবনে দ্বিতীয়। ২০১৭ সালের পর প্রথমবার গ্র্যান্ডস্লাম জিতলেন। সাত বছর পর প্রথম ভারতীয় হিসেবে খেতাব জিতলেন ৪৩ বছরের টেনিস তারকা। স্বপ্নের ফর্মে বোপান্না। পুরুষদের ডবলস জেতার পাশাপাশি বিশ্বব়্যাঙ্কিংয়ে একনম্বর স্থান দখল করেন। একদিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয় ইন্দো-অজি জুটি। প্রথম সেটে দু"পক্ষই নিজেদের সার্ভিস ধরে রাখে। কেউই বিপক্ষের সার্ভ ভাঙতে পারেনি। যার ফলে সেট টাইব্রেকারে গড়ায়। আগ্রাসী মেজাজে ৭-০ তে ইতিলিয়ান জুটিতে উড়িয়ে প্রথম সেট পকেটে পোড়েন। দ্বিতীয় সেটের শুরুটাও একইরকম হয়। একটা সময় স্কোর ৫-৫ ছিল। ১১তম গেমে বিপক্ষের সার্ভ ভাঙে বোপান্নারা। পরের গেমে নিজেদের সার্ভিস ধরে রেখে ম্যাচ জেতে ভারত-অস্ট্রেলীয় জুটি। 
  • Link to this news (আজকাল)