• মনোজের শতরান, বোলারদের দাপটে চালকের আসনে বাংলা
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টানা ব্যর্থ হওয়ার পর মরশুমে প্রথম শতরান মনোজ তিওয়ারির। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি বাংলার অধিনায়কের। মনোজের শতরান এবং বোলারদের দাপটে অসমের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা। শনিবার বর্শাপাড়া স্টেডিয়ামে লড়াকু শতরান মনোজের। ২৬৪ বলে একশো করেন বাংলার নেতা। ১২৫ রানে আউট হন অনুষ্টুপ মজুমদার। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ রান যোগ করেন সুরজ সিন্ধু জয়েসওয়াল (৫২) এবং করণ লাল (৫২)। প্রথম ইনিংসে ৪০৫ রান তোলে বাংলা। জবাবে মাত্র ৯৯ রানে ৮ উইকেট হারায় অসম। এখনও ৩০৬ রানে পিছিয়ে। তিনটে করে উইকেট নেন সুরজ জয়েসওয়াল এবং মহম্মদ কাইফ। অভিষেকেই জোড়া উইকেট নেন অঙ্কিত মিশ্র। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৪২ রান ছিল বাংলার। এদিন স্কোরবোর্ডে আরও ২৬ রান যোগ করার পর পঞ্চম উইকেটে অনুষ্টুপ-মনোজের ২১১ রানের পার্টনারশিপ ভাঙে। আগের ম্যাচে শতরান করা অভিষেক পোড়েল খাতা খুলতে পারেনি। মনোজ এবং করণের পার্টনারশিপে তিনশোর গণ্ডি পার করে বাংলা। বাংলার নেতা ফেরার পর বাকি কাজটা সারেন সুরজ এবং করণ। অষ্টম উইকেটে ৭৪ রান যোগ করে তাঁরা। অসমের হয়ে ৪ উইকেট নেন মোক্তার হোসেন । প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তরুণ পেস আক্রমণের সামনে আত্মসমর্পণ করে অসমের ব্যাটাররা। ১০ ওভারের মধ্যে ৩৫ রানে ৪ উইকেট হারায় অসম। কিছুটা লড়াই করেন দীনেশ দাস। ৫০ রান করে তিনি আউট হওয়ায় পর ক্রমাগত উইকেট হারায় অসম। দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা। 
  • Link to this news (আজকাল)