• দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন শশী থারুর
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • কৌশিক রায়: নামেই ভারত গণতান্ত্রিক দেশ। ইউরোপ বা আমেরিকায় ভারত সরকার নিয়ে কোনও প্রতিবেদন প্রকাশিত হলে সেখানে প্রশ্ন ওঠে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে। কেন্দ্রীয় সরকার কতটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করছে, প্রশ্ন সেখানেও। ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাহিত্য উৎসবে এসে এই প্রশ্নই তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। আলোচনা চলাকালীন প্রশ্ন ওঠে ভারতের বিদেশনীতি নিয়েও। শশী থারুর স্পষ্ট জানান, স্বাধীনতার পর থেকে যারাই সরকার গঠন করুক না কেন প্রত্যেকের নীতি ছিল একই রকম।অতিরিক্ত সখ্যতা কারও সঙ্গেই দেখায়নি ভারত। ফলে, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে ভারতের পাশে দাঁড়ানোর নেই কেউই। এদিনের আলোচনার বিষয় ছিল বিশ্বের বর্তমান অবস্থায় কি ভবিষ্যতে ভারত পথ দেখাবে? লোকসভার সাংসদের স্পষ্ট জবাব, ভারতের বর্তমান যে অবস্থা তাতে আগামী দিনে ভারত বিশ্বকে কতটা পথ দেখাতে পারবে তা যথেষ্ট সন্দেহের। একদিকে ইউক্রেন- রাশিয়া, অন্যদিকে ইজরায়েল- প্যালেস্তাইন দুই ক্ষেত্রেই ভারতের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। কিছুদিন আগেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছে। সেই প্রসঙ্গে শশী থারুর জানান, আমি রাম বিরোধী নই, আমি মন্দিরেও যাই। কিন্তু যদি উদ্বোধনে মন্দিরের থেকে বেশি প্রধানমন্ত্রীকে দেখানো হয় তাতে আমার আপত্তি রয়েছে। রাজনৈতিক ইস্যু করে তোলা হয়েছে রামমন্দির উদ্বোধনকে। লোকসভা ভোটে এর ফল পাওয়া যাবে। লোকসভা ভোট প্রসঙ্গে থারুর জানান, "আমাদের প্রথম লক্ষ্য হবে বিজেপি শাসিত মূল রাজ্যগুলিতে আসন দখল করা। তাতে সফল হলে তবেই কেন্দ্র থেকে সরানো যাবে বিজেপিকে।"
  • Link to this news (আজকাল)