• ইডির ওপর হামলা নিয়ে নিন্দায় ফিরহাদ, শাহজাহানের সঙ্গে কি দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল'...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "ইডি আধিকারিকদের ওপর হামলা ঠিক হয়নি। যা হয়েছে তা অন্যায় হয়েছে।" সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান এবং আধিকারিকদের ওপর হামলা প্রসঙ্গে একথা বলেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার সিরিটি শ্মশান সংস্কারের কাজ পরিদর্শনে যান ফিরহাদ। সেখানেই সন্দেশখালিতে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে একথা বলেন তিনি। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাজ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে ইডি সন্দেশখালিতে শাহজাহানের বাড়ি গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলকারীরা শাহজাহানের অনুগামী বলে অভিযোগ। মারধরের জেরে মাথা ফাটে এক ইডি অফিসারের। আহত হন তাঁর অন্যান্য সহকর্মীরা। প্রাণ বাঁচাতে ইডি আধিকারিকদের সঙ্গে তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে পালিয়ে বাঁচতে হয়। ঘটনার পর তৃণমূল নেতাদের একাংশের মুখে "জনরোষ"-এর তত্ত্ব উঠে আসার পাশাপাশি ইডিকে দুষে কেন স্থানীয় পুলিশ নিয়ে কেন্দ্রীয় সংস্থা যায়নি সেই প্রশ্নও তুলেছিলেন শাসক নেতৃত্বের একাংশ। কিন্তু শনিবার ফিরহাদের এই নিন্দা মন্তব্যের পর উঠে এসেছে প্রশ্ন, তবে কি তৃণমূল শাহজাহানের থেকে দূরত্ব তৈরি করছে?
  • Link to this news (আজকাল)