• জনজোয়ার আজকাল প্যাভিলিয়নে
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার দশম দিনে পা দিল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আর সপ্তাহান্তে জনজোয়ার আজকাল প্যাভিলিয়নে। দুপুর থেকেই রীতিমত লাইন পড়ে যায় স্টলের সামনে। চলতি বছর আজকাল প্রকাশন থেকে মুক্তি পেয়েছে অনুপম রায়ের ম্যাকি ২। এদিন বিকেলের দিকে স্টলে এসেছিলেন অনুপম। তাঁকে দেখে স্টলে ভিড় এতটাই বেড়ে যায় যে একসময় বন্ধ করতে হয় গেট। সই সংগ্রহ করতে এবং সেলফি নিতে লাইন পড়ে ভক্তদের। প্যাভিলিয়নের বাইরে লাইন চলে গিয়েছিল বইমেলার ৩ নম্বর গেট পর্যন্ত। অনুপম বলেন, "খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টলটা। ছবি গুলোয় নতুনত্ব রয়েছে, বইগুলো খুব সুন্দর করে সাজানো।" নিজের সদ্য প্রকাশিত বই সম্পর্কে বলতে গিয়ে অনুপম বলটা ঠেলে দিলেন পাঠকদের কোর্টে। তাঁর উত্তর, "পাঠকরা আগে পড়ুন, ওঁরা যেটা বলবেন সেটাই আমারও উত্তর।" রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও এদিন এসেছিলেন স্টলে। কুস্তিগিরদের প্রতিবাদের ছবি দেখে দাঁড়িয়ে পড়লেন। জানালেন, "আমার সামনেই ঘটেছিল এটা। স্টল দেখে তাঁর উত্তর, প্রতিবারই আজকাল নতুনত্ব কিছু না কিছু করে। এবারেও তার অন্যথা হয়নি। ভিন্ন ধরনের বই রয়েছে। এত সুন্দর করে সাজানো রয়েছে।" এসেছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। তিনি আবার বললেন, ছবির সংগ্রহ অসাধারণ। মুখ্যমন্ত্রীর যে চক্ষুদানের মুহূর্ত তুলে ধরা হয়েছে ওটা সবথেকে বেশি ভাল লেগেছে আমার। এঁরা ছাড়াও এদিন স্টলে এসেছিলেন সাহিত্যিক নবকুমার বসু, কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, পিউ মুখার্জি, সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, স্নিগ্ধদেব সেনগুপ্ত।
  • Link to this news (আজকাল)