• বায়োমেট্রিক, QR কোড এবং স্মার্ট কার্ড... হামলার পর সংসদে ঢোকার নিয়মে ব্যপক কড়াকড়ি
    আজ তক | ২৮ জানুয়ারি ২০২৪
  • সংসদ ভবন কমপ্লেক্সে দর্শকদের প্রবেশের জন্য নতুন ব্যবস্থা করা হয়েছে। এসব পরিবর্তন হয়েছে ১৩ ডিসেম্বরের ঘটনার পর। জানা গেছে, সংসদে প্রবেশ করতে হলে QR কোডের অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়াটি তিনটি ধাপে ঘটবে।

    এভাবেই দর্শকরা পার্লামেন্টে প্রবেশ পাবেন
    পার্লামেন্টে প্রবেশ করতে হলে QR কোড অনুমোদন করতে হবে। মোবাইলে QR কোড আসবে। এর প্রিন্টআউট আনতে হবে এবং আধার কার্ডও সঙ্গে আনতে হবে। সেগুলো পরীক্ষা করে রিসেপশনে বায়োমেট্রিক্স করা হবে এবং ছবি তোলা হবে। এর পর দর্শকদের গ্যালারির জন্য একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। স্মার্ট কার্ড ইস্যু করা হবে। দর্শক গ্যালারিতে প্রবেশ করতে স্মার্ট কার্ড ট্যাপ করতে হবে এবং বায়োমেট্রিক চেক করতে হবে, তবেই গেট খুলবে। যাবার সময় দর্শকদের স্মার্ট কার্ড জমা দিতে হবে। যদি কার্ডটি জমা না করা হয় তাহলে সেই দর্শক স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবেন এবং কালো তালিকাভুক্ত হবে। আর তিনি আর কখনও সংসদ চত্বরে প্রবেশ করতে পারবেন না। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটের জন্য দর্শক গ্যালারিতে প্রবেশের জন্য ৩১ জানুয়ারি বিকেল ৪টে পর্যন্ত আবেদন করা যাবে। দিনের জন্য দর্শকদের গ্যালারির জন্য শুধুমাত্র একটি পাসের জন্য সাংসদদের আবেদন করতে বলা হয়েছিল।

    সাংসদের স্ত্রীকে অগ্রাধিকার দেওয়া হবে
    দর্শক গ্যালারির ধারণক্ষমতা অনুযায়ী পাস তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরও পাস বন্ধ করে দেওয়া হবে। সংসদ সদস্যদের অন্তর্বর্তীকালীন বাজেটের গ্যালারি পাসের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। 

    ১৩ ডিসেম্বর সংসদে ধোঁয়াশা হামলা হয়। 
    ১৩ ডিসেম্বর সংসদে ধোঁয়াশা হামলা হয়েছিল। এসময় শীতকালীন অধিবেশন চলছিল। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি জিরো আওয়ারে পাবলিক গ্যালারি থেকে লোকসভা কক্ষে ঝাঁপ দিয়েছিলেন। তারা সেখানে হলুদ ধোঁয়া ছড়িয়ে স্লোগান দেন। এসময় সংসদ সদস্যরা তাঁদের ধরে ফেলেন। একই সময়ে, সংসদ কমপ্লেক্সের বাইরে "স্বৈরাচার চলবে না" বলে চিৎকার করে হলুদ ধোঁয়া ছেড়েছিলেন, অমল শিন্ডে এবং নীলম দেবী। তাদের সবাইকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধোঁয়া হামলার পর সংসদে তোলপাড় শুরু হয়।

    এই ঘটনার পর বিরোধীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি জানায়, যার ফলে বিরোধী দলীয় সংসদ সদস্যরাও সংসদের মর্যাদা লঙ্ঘন করেন। যার পরিপ্রেক্ষিতে লোকসভা ও রাজ্যসভার স্পিকার অনেক বিরোধী সাংসদকে সাময়িক বরখাস্ত করেছিলেন, এরপর সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান বিরোধীরা। এই সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখরকে নকল করেছিলেন, যার পরে প্রচুর হই চই হয়েছিল। 

    ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট
    ১ ফেব্রুয়ারি সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। প্রতিবারের মতো এবারও বাজেট থেকে সাধারণ মানুষের বিশেষ প্রত্যাশা রয়েছে। এবার বড় ধরনের কোনও ঘোষণা হবে না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী।

     
  • Link to this news (আজ তক)