• TMC: ‘আগে খেতে পেত না, এখন দু-তিন তলা বাড়ি’, TMC বিধায়কের রোষে দলেরই কাউন্সিলররা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
  • Musrshidabad:

    এবার দলেরই একাংশের কাউন্সিলরদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠলেন দাপুটে তৃণমূল বিধায়ক (TMC Mla)। দলের বৈঠকে শাসক শিবিরেরই একাধিক কাউন্সিলর তাঁর রোষের মুখে পড়েছেন। এমনকী এব্যাপারে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের (Jangipu

    তৃণমূল বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)