Gyanvapi Case: কোনপথে জ্ঞানবাপী মামলা, কী ঘটেছে এতদিন, তারিখ ধরে দেখে নিন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে মামলা কয়েক দশকের পুরোনো। ২০২২ সালে এই মামলা গতি পায়। সেই বছর পাঁচ জন হিন্দু মহিলা মসজিদ ভবনের বাইরের দেওয়ালে মা শ্রীনগর গৌরীর পূজা করার অধিকার চেয়েছিলেন। তারপর থেকে যা ঘটেছে তা হল:-