• Bihar CM’s resignation: ‘জঞ্জাল এখন আস্তাকুড়েই’…! নীতীশকে খোঁচা লালুকন্যা রোহিনীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জানুয়ারি ২০২৪
  • বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। আজ বিকেলেই NDA-এর সঙ্গে জোট সরকার গঠন করবেন নীতীশ। জানা গিয়েছে নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। এদিকে নীতীশের পদত্যাগকে খোঁচা দিলেন লালু কন্য রোহিনী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নীতীশের এই পদত্যাগ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আবর্জনা ডাস্টবিনেই ফেরত গিয়েছে’।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)