• দ্বিশতরান হাতছাড়া পোপের, টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৩১ রান...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিশতরান হল না। মাত্র ৪ রান দূরে থামতে হল। ১৯৬ রানে আউট অলি পোপ। ২১টি চারের সাহায্যে ২৭৮ বলে ১৯৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৪২০ রানে অলআউট ইংল্যান্ড। হায়দরাবাদ টেস্ট জিততে ভারতের প্রয়োজন ২৩১ রান। তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ৩১৬। ১৪৮ রানে অপরাজিত ছিলেন পোপ।‌ অন্যপ্রান্তে ছিলেন রেহান আহমেদ। চতুর্থ দিনের শুরুতে ঝড়ের গতিতে শুরু করে ইংল্যান্ডের ব্যাটাররা। দ্রুত দেড়শো রানে পৌঁছে যান পোপ। ন‌‌"নম্বরে নেমে ৫২ বলে গুরুত্বপূর্ণ ৩৪ রান যোগ করেন টম হার্টলে। সপ্তম উইকেটে ৬৪ রান যোগ করে পোপ-রেহান জুটি। হার্টলেকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৮০ রান যোগ করেন পোপ। ৪২০ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করেন রোহিত শর্মা-যশস্বী জয়েসওয়াল জুটি। ৮ ওভারের শেষে বিনা উইকেট হারিয়ে ভারতের রান ২৭। 
  • Link to this news (আজকাল)